শুক্রবার, ৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

রাশিয়ারও বড় ধরনের সামরিক মহড়া শুরু

রাশিয়ারও বড় ধরনের সামরিক মহড়া শুরু

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ককেশিয়াসহ দেশটির দক্ষিণাঞ্চলে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। কৃঞ্চ সাগরে গতকাল থেকে ন্যাটো তার বিশাল নৌমহড়া শুরু করেছে। রাশিয়া ও ন্যাটোর সামরিক মহড়াকে 'ব্যাক টু ব্যাক' হিসেবে দেখা হচ্ছে। রুশ সামরিক মহড়ায় দেশটির দুই হাজারের বেশি সেনা অংশ নিয়েছে এবং এতে প্রায় ৫০০ রকম অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে।

রাশিয়ার ১২টি ফায়ারিং রেঞ্চ বা চাঁদমারিতে বিমান প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের মহড়া চলবে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত। এ সব চাঁদমারি উত্তর ককেশিয়া, ক্রিমিয়া, আবখাজিয়া, দক্ষিণ ওসেটিয়া এবং আর্মেনিয়ায় অবস্থিত।

প্রতিদিন মহড়া কমপক্ষে ১০ ঘণ্টা ধরে চলবে এবং এর মধ্যে অর্ধেক অনুশীলনই হবে রাতে। মহড়ায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে কয়েক ধরনের কামান এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া এতে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত ড্রোনও ব্যবহার করা হবে।

বিডি-প্রতিদিন/ ৬ মার্চ ২০১৫/শরীফ

সর্বশেষ খবর