শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

মিয়ানমারে শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভ

মিয়ানমারে নতুন শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। লেতপাদানে গতকাল তাদের আটক করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা দেশটির রাজধানী ইয়াঙ্গুনে প্রবেশ করতে চাইলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার রাতে ইয়াঙ্গুনগামী প্রায় ৩০০ শিক্ষার্থীকে আটকে রাখে পুলিশ। শিক্ষার্থীরা জানুয়ারিতে মন্দালয় থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা দেয়। শিক্ষার্থীদের দাবি, নতুন শিক্ষানীতি বাস্তবায়িত হলে ছাত্র ইউনিয়ন দমন করে একাডেমিক স্বাধীনতা খর্ব করা হবে। এ ছাড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয় থেকে সরকারের হাতে চলে যাবে। দেশটির ক্ষমতাসীন আধা-সামরিক সরকারের পক্ষ থেকে বিলটি পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর