শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

জেলে ঢুকে ধর্ষণের আসামিকে পিটিয়ে হত্যা

জেলে ঢুকে ধর্ষণ মামলায় বিচারাধীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে সেই লাশ ফাঁসিতে ঝুলিয়েছে উন্মত্ত জনতা। ভারতের নাগাল্যান্ডে এ ঘটনা ঘটে। দিলি্লর নির্ভয়া ধর্ষণকাণ্ড নিয়ে তৈরি তথ্যচিত্রের প্রদর্শন নিয়ে বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার রাতে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের ডিমাপুরে নজিরবিহীন এ ঘটনা ঘটে। আনন্দবাজার লিখেছে, পুলিশ-প্রশাসন বা কারাগারের নিরাপত্তা কর্মীরা জনতার এ রোষের মুখে 'স্রেফ পুতুলের মতো' দাঁড়িয়ে ছিলেন। এনডিটিভির খবরে বলা হয়, পুলিশের চোখের সামনে জনতার হাতে নিহত সৈয়দ ফরিদ খান (৩৫) আসামের বাংলাভাষী এক মুসলিম ব্যবসায়ী। তিনি ছিলেন পুরনো গাড়ি বিক্রেতা। গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ডিমাপুরের এস ডি জৈন কলেজের নাগা এক ছাত্রীকে চার দফায় ধর্ষণের অভিযোগে একদিন পর তাকে গ্রেফতার করা হয়। তাকে রাখা হয় ডিমাপুর কারাগারে। মেয়েটির অভিযোগ, তাকে মদ্যপানে বাধ্য করা হয়। ধর্ষণের ঘটনা জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ করলে তদন্তে নেমে পুলিশ ফরিদ খানকে গ্রেফতার করে। এরপর রাজ্যে ছড়িয়ে পরে উত্তেজনা। আনন্দবাজার লিখেছে, এই নিয়ে গত দুই দিন ডিমাপুরে বনধ চলে।বের হয় বিরাট মিছিল। ধর্ষণের ঘটনা নাগা বনাম অনাগা দ্বন্দ্ব্ব অন্য মাত্রা পেয়েছিল। এ ঘটনাকে সামনে রেখে, নাগা ছাত্র সংগঠন ও বিভিন্ন সংগঠন দাবি তুলেছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্য থেকে অবিলম্বে সব বাংলাদেশি নাগরিককে বের করার দাবিতেও তারা সরব হয়ে উঠেছে। এনডিটিভি।

সর্বশেষ খবর