শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বরফ গলছেই অ্যান্টার্কটিকার

বরফ গলছেই অ্যান্টার্কটিকার

বৈশ্বিক উষ্ণতার যে নেতিবাচক প্রভাব তার সরাসরি ফলাফল দেখা দিয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশে। এ মহাদেশের স্থায়ী হিমবাহকে ঘিরে আছে ভাসমান বরফের স্তর। তা গলতে শুরু করেছে। সমপ্রতি প্রকাশিত এক গবেষণামূলক তথ্যে দাবি করা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ১৮ শতাংশ পাতলা হয়ে গেছে এই বরফের স্তর। গতকাল এএফপির খবরে জানানো হয়, বৃহস্পতিবার ওই গবেষণা প্রতিবেদনটি অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি স্যাটেলাইটভিত্তিক এ গবেষণাটি পরিচালনা করে। জলবায়ুু পরিবর্তনে অ্যান্টার্কটিকার বরফের প্রভাব সম্পর্কে জানতে এ গবেষণায় ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ভাসমান বরফের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণার ফলাফলে দাবি করা হয়, বর্তমানে ভাসমান বরফের স্তরের পুরুত্ব গড়ে ৪০০ থেকে ৫০০ মিটার। অ্যান্টার্কটিকা উপকূলজুড়ে কোনো জায়গায় এটি কয়েকশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এএফপি

 

 

সর্বশেষ খবর