শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সেই বিমানের কো-পাইলট বিষণ্নতায় ভুগছিলেন!

সেই বিমানের কো-পাইলট বিষণ্নতায় ভুগছিলেন!

ফ্রান্সের আল্পস পর্বতমালায় ১৫০ আরোহী নিয়ে বিধ্বস্ত জার্মান বিমানের কো-পাইলট অাঁন্দ্রিয়াস লুবিৎজ ২০০৮ সালে মানসিক চিকিৎসার জন্য বিমান চালনার প্রশিক্ষণ মাঝপথে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। তিনি বিষণ্নতায় ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। তবে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস জে মেইৎসিয়ার বলেছেন, নিরাপত্তা পরীক্ষায় পাইলটের ব্যাপারে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। গতকাল অাঁন্দ্রিয়াস লুবিৎজের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তার বাড়ি থেকে একটি কম্পিউটারসহ কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। তবে লুফৎহানসা বিমান সংস্থাও বলেছে, লুবিৎজ বিমান চালনার জন্য 'শতভাগ ফিট' ছিলেন। ফ্রান্সে জার্মানির বিমান বিধ্বস্তের ঘটনায় পুলিশ নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। তবে সেই তথ্য এখনো প্রকাশ করেনি তারা। এর আগে, বিধ্বস্ত বিমানটির ফ্লাইট রেকর্ডারে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফরাসি তদন্ত কর্মকর্তারা জানান, প্রধান পাইলট ককপিটের বাইরে যাওয়ার পর সহকারী পাইলট অাঁদ্রিয়াস লুবিৎজ ইচ্ছে করেই বিমানটি পাহাড়ে আছড়ে ফেলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, লুবিৎজ এর আগে বিষণ্নতায় ভোগার কারণে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। আর এই চিকিৎসা দীর্ঘদিন চালিয়ে যাওয়ারও পরামর্শ ছিল ডাক্তারদের। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তদন্ত কাজে পূর্ণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, 'আমার ভাবতে খুব অবাক লাগছে যে এটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না। বিবিসি।

 

 

সর্বশেষ খবর