শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

হাতির জন্য জমি দান

হাতির জন্য জমি দান

বনের পশুর জন্য অনন্য ভালোবাসা। মাত্র আধা একর জমি। তা দিয়েই নিজের সংসার চালাতেন শ্রীলঙ্কার ৭৫ বছরের এক বৃদ্ধ। কিন্তু নিজের শেষ সম্বলটুকু হাতি পোষা এক স্থানীয় মন্দিরে দান করলেন তিনি। হাতিগুলো যাতে ওই জমির স্বত্ব ঠিকমতো ভোগ করতে পারে, সে জন্য এর পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ওই মন্দিরকে। তবে হাতিপ্রেমিক ওই বৃদ্ধের শর্ত একটাই- ওই আধা একর জমির উৎপাদিত ধান যেন শুধু হাতির খাওয়ার জন্যই রেখে দেওয়া হয়। শুধু তাই নয়, ওই মন্দিরের হাতি বা বন্যহাতি সবার জন্যই এই জমি উন্মুক্ত থাকবে। জমির ফসল খেতে পারবে বিনা বাধায়। বিবিসি।

 

 

সর্বশেষ খবর