শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

কেনিয়ায় ৫২ সন্দেহভাজন জিহাদি আটক

কেনিয়ায় ৫২ সন্দেহভাজন জিহাদি আটক

কেনিয়ায় জিহাদি দলের সদস্য সন্দেহে ৫২ মুসলিমকে আটক করেছে দেশটির পুলিশ। কেনিয়ার প্রধান বন্দর নগরী থেকে শুক্রবার তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সন্দেহভাজন মুসলিম জিহাদির হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার একদিন পরই এ আটকের ঘটনা ঘটল। খ্রীষ্টান অধ্যুষিত দেশটিতে মুসলিম জিহাদিদের বিস্তার নিয়ে বেশ উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

মোমবাসা শহরের কয়েকটি মসজিদ থেকে ওই ৫২ তরুণকে আটক করা হয়। এই মোমবাসাতেই বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ইব্রাহীম মোহাম্মদ নিহত হন।

এ ধরনের আরেকটি হামলার পরিকল্পনা করছিল— এমন সন্দেহেই ওই ৫২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মোমবাসা পুলিশের প্রধান জিওফ্রে মায়েক।

আটক হওয়া তরুণদের মধ্যেই ইব্রাহীমের হত্যাকারী রয়েছে বলে ধারণা করছে মোমবাসা পুলিশ।

প্রতিবেশী রাষ্ট্র সোমালিয়ার সশস্ত্র মুসলিম বিদ্রোহী সংগঠন আল-শাবাব কেনিয়ায় সাম্প্রতিক হামলাগুলোর দায় স্বীকার করেছে।

বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর