শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

কুড়ালের কোপে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাইয়ের মৃত্যু

কুড়ালের কোপে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাইয়ের মৃত্যু

দুর্বৃত্তের কুড়ালের আঘাতে মারাত্মক জখম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই প্রিয়ানথা সিরিসেনা (৪০) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা গেছেন। বৃহস্পতিবার নিজ শহর পোলোননারুয়ায় দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

বার্তা সংস্থা এএফপি ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, প্রিয়ানথা সিরিসেনা পোলোননারুয়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বালু ও খনি ব্যবসা আছে। তাকে ‘স্যান্ড কিং’ বলা হয়। শহরটি রাজধানী কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

পুলিশ জানায়, প্রিয়ানথার ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়। এতে তার মাথা গুরুতরভাবে জখম হয়। মারাত্মক আহতাবস্থায় তাকে রাজধানী কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

চিকিৎসকেরা জানান, হামলার পর প্রিয়ানথাকে রাজধানীতে জরুরি চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার মাথার জখম গুরুতর ছিল। অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি।

এদিকে নিহতের বড় ভাই প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বর্তমানে চীন সফরে রয়েছেন।

পুলিশ জানায়, হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর