শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

পোল্যান্ডে ন্যাটো জোটের বিশাল সামরিক মহড়ায় যোগ দিয়েছে মার্কিন জঙ্গি বিমানের একটি বহর। ইউক্রেন সংকট নিয়ে যখন ওয়াশিংটন-মস্কো টানাপড়েন তুঙ্গে তখন রাশিয়ার সীমান্তে কাছে অনুষ্ঠিত হচ্ছে এ মহড়া।

এ বহরে চারটি মার্কিন থাণ্ডারবোল্ড- ২ জঙ্গি বিমান রয়েছে। এ সব বিমান ট্যাংক ধ্বংস করতে সক্ষম। এ ছাড়া, এ মহড়ায় দু’টি মার্কিন সি-১৩০ বিমানও যোগ দিয়েছে। পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে এ সব বিমান সাময়িকভাবে অবস্থান করছে। শুক্রবার বিমানগুলোর জার্মানিতে ফিরে যাওয়ার কথা ছিল।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে এ মহড়ায় যোগ দেয়ার জন্য ন্যাটোর কয়েকটি মার্কিন ট্যাংকও পোল্যান্ডে যায়। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মার্কিন ভূমিকা নিয়ে ন্যাটোর সদস্য ও মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার জন্য এ মহড়ার আয়োজন করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ২০১৫/শরীফ

 

সর্বশেষ খবর