শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের হামলা, নিহত ১০

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের হামলা, নিহত ১০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সুইজারল্যান্ডে সোমালিয়ান রাষ্ট্রদূত ইউসুফ বারিবারিও রয়েছেন।

আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায়, মক্কা আল-মুকারামা হোটেলে শুক্রবার প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে বন্দুক হামলায় চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশ পাল্টা হামলা চালালে ওই সন্ত্রাসীদের মধ্যে ৬ জন মারা যান।

মিশনের এক মুখপাত্র আরও জানায়, আল-শাবাব যোদ্ধারা একটি কার গাড়ি থেকে নেমে এবং পরে এটি বিস্ফোরণ ঘটায়। সশস্ত্র যোদ্ধারা পরে হোটেলের ভেতর ঢুকে গুলিবর্ষণ শুরু করে। যোদ্ধারা বেশকিছু লোককে অবরুদ্ধ করে ফেলে। আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। এর আগে, ২০১৩ সালে সশস্ত্র এই গোষ্ঠী ওই হোটেলেই আক্রমণ চালিয়েছিল।

৯ জন হামলাকারী এ হামলা চালিয়েছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা মেজর ইসমাইল ওলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তাদের মধ্যে ছয়জন হামলাকারী নিহত হয়েছেন বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর