শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বিমান বিধ্বস্তের আগে প্রেমিকাকে যা বলেছিলেন পাইলট

বিমান বিধ্বস্তের আগে প্রেমিকাকে যা বলেছিলেন পাইলট

স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাওয়ার পথে গত মঙ্গলবার ফ্রান্সের আল্পাস পর্বতে বিধ্বস্ত হয় জার্মানউইংসের বিমান এয়ারবাস এ৩২০। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই বিমানের কো-পাইলট আন্ড্রিয়াস লুবিৎজ (২৮) ইচ্ছাকৃতভাবে পর্বতে বিমানটি বিধ্বস্ত করেছেন বলে ইতিমধ্যেই তদন্তে বেরিয়ে এসেছে। কিন্তু কী এমন ঘটেছিল যে তিনি ইচ্ছা করে বিমানটি মাটিতে আছড়ে ফেললেন? উত্তর জানার আগ্রহ অনেকেরই রয়েছে। আর এ নিয়ে প্রতিদিনই বের হচ্ছে নতুন নতুন তথ্য।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের অনলাইনের খবরে জানানো হয়, জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লুবিৎসের সাবেক বান্ধবী মারিয়া ডব্লিউ বলেন, ‘লুবিৎজ গত বছর (সম্পর্ক ভেঙে যাওয়ার পর) প্রায় বলতেন একদিন তিনি কিছু করে দেখাবেন। এর মাধ্যমে পুরো ব্যবস্থার পরিবর্তন আসবে এবং তারপর সবাই আমার নাম জানবে ও আমাকে মনে রাখবে।’

তিনি আরও বলেন, ‘যখন মঙ্গলবার বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পেলাম তখন লুবিৎজের ওই বক্তব্যটি আমার মনে পড়ে গেল। কিন্তু আমি বুঝতে পারিনি তিনি এই অর্থে কথাগুলো বলতেন। এখন সেটা বুঝতে পারছি।’

লুবিৎজের ব্যক্তিগত সমস্যা ও আচরণগত সমস্যা ছিল মারাত্মক উল্লেখ করে মারিয়া ডব্লিউ বলেন, এ কারণেই আমি তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিই। যখন বিমানটি বিধ্বস্তের কথা শুনলাম তখন আমার কানে তার ওই বক্তব্যগুলো বাজছিল।’

ফ্রান্সের আইনজীবীরা ব্ল্যাকবক্স রেকর্ডার পরীক্ষা করে জানান, জার্মানউইংসের এয়ারবাস এ৩২০ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট আসন ছেড়ে কো-পাইলটের হাতে এর নিয়ন্ত্রণ ছেড়ে দেন। কিন্তু তিনি আর আসনে ফিরে যেতে পারেননি। বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন পাইলট। এ সময়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিমানটি পর্বতে আঁছড়ে ফেলেন।

বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর