রবিবার, ২৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ভারতের আধ্যাত্মিক গুরু রবি শঙ্করকে হত্যার হুমকি

ভারতের আধ্যাত্মিক গুরু রবি শঙ্করকে হত্যার হুমকি

ভারতের আধ্যাত্মিক গুরু ও আর্ট অব লিভিংয়ের (যোগশাস্ত্র সংক্রান্ত সংগঠন) প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্করকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট বা আইএস যোদ্ধারা। রবি শঙ্করের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানানো হয়েছে।

মালয়েশিয়া সফররত শঙ্কর সেখানকার জেন হোটেলে অবস্থান করছেন। শনিবার হোটেলের ম্যানেজার বরাবর হুমকি সম্বিলিত ওই চিঠিটি পাঠায় ইরাক-সিরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন আইএস। চিঠিতে বলা হয়, রবি শঙ্করকে যদি সেখানে ‘হিন্দু ধর্মীয় কার্যক্রম’ চালানোর অনুমতি দেওয়া হয়।, তাহলে হোটেলটি ধ্বংস করা হবে এবং তাকে (শঙ্কর) হত্যা করা হবে।

চিঠিতে দাবি করা হয়, ভারতীয় ওই গুরু নিজেকে কোনো ধর্মীয় নেতা দাবি করেন না, অথচ তার সংগঠন আর্ট অব লিভিং ইরান ও ইরাকে মুসলমানদের ধর্মান্তর করছে। এটি ইসলামিক বিষয়ে তার অনধিকার চর্চা। চিঠিতে উল্লেখ করা হয়, আইএস চায় না তিনি (রবি শঙ্কর) কোনো মুসলিম দেশে যান।

বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর