রবিবার, ২৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা অব্যাহত

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা অব্যাহত

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গি বিমানগুলো চতুর্থ দিনের মতো ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। শনিবার রাতে দেশটির রাজধানী সানায় বিমান হামলা হয়েছে। সানার উত্তরপশ্চিমাঞ্চলে এসব হামলা হয়েছে তবে এখন ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি।

হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত এ শহর সৌদি জোটের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সৌদি জোটের আগ্রাসনে নারী-শিশুসহ অনেক নিরীহ মানুষ নিহত হয়েছে।

এদিকে, শনিবার সানা থেকে জাতিসংঘের আন্তর্জাতিক কর্মী বাহিনীর ১০০ সদস্যের প্রায় সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া ইয়েমেনের প্রধান বন্দর নগরী এডেনে তিন দিনের লড়াইয়ে অন্তত ৬১ জন নিহত হয়েছে। আনসারুল্লাহ বাহিনীর সঙ্গে এ লড়াই চলছে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত পুপুলার কমিটি নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর। শহরটির অংশ বিশেষ এই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় সেখানে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ২০১৫/শরীফ

 

সর্বশেষ খবর