বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নাশিদকে রাজনীতিতে নিষিদ্ধ করে আইন

নাশিদকে রাজনীতিতে নিষিদ্ধ করে আইন

মামলায় সাজাভোগ করেছেন এমন ব্যক্তিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে আইন পাস হয়েছে মালদ্বীপে। সমালোচকদের মতে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনীতিতে নিষিদ্ধের জন্যই এ আইন তৈরি করা হয়েছে। সোমবার মালদ্বীপের সংসদে ৪২-০২ ভোটে আইনটি পাস হয়। নাশিদের দল ডেমোক্রাটিক পার্টির সংসদ সদস্যরা এই আইনের বিরোধিতা করেছেন এবং আইনটি পাসের সময় ভোটাভুটিতে অংশ নেননি। সমালোচকদের মতে, প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুম বিরোধীদের দমন করতেই এ আইনটি পাস করিয়েছেন। এদিকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ নাশিদ যে নিরাপত্তা সুবিধা পেতেন তা সরিয়ে নিতে সংসদে একটি বিল আনারও প্রস্তুতি নিচ্ছে ইয়ামিনের দল। ক্ষমতায় থাকাকালে এক জ্যেষ্ঠ বিচারককে গ্রেফতারের আদেশ দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত মাসে আদালত নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। নাশিদ সমর্থকদের মতে, ২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নাশিদ যাতে অংশ নিতে না পারেন সেজন্যই তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। এএফপি।

 

সর্বশেষ খবর