বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মারা গেলেন বিশ্বের প্রবীণতম নারী

মারা গেলেন বিশ্বের প্রবীণতম নারী

বিশ্বের প্রবীণতম নারী হিসেবে স্বীকৃত জাপানি নাগরিক মিসাও ওকাওয়া মারা গেছেন। ১১৭তম জন্মদিন পালন করার এক মাস পর চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।

জাপানের ওসাকা শহরের এক নার্সিংহোমে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ওই নার্সিংহোমেই থাকতেন তিনি। এ সময় তার নাতি এবং হোমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নার্সিংহোমের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘তিনি শান্তিতে চোখ বুঁজেছেন। তাকে দেখে আমাদের মনে হচ্ছিল, যেন এইমাত্র ঘুমিয়ে পড়েছেন। ১৮৯৮ সালের ৫ মার্চ ওসোকা শহরে জন্ম নেন ওকাওয়া। ২০১৩ সালে তিনি বিশ্বের প্রবীণতম নারী হিসেবে গিনেসে ওয়ার্ল্ড বুক রেকর্ডে জায়গা করে নেন।

তবে তার মৃত্যুর পর কে তার স্থলাভিষিক্ত হচ্ছেন তা জানা যায়নি। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষ। জাপানের স্বাস্থ্য, শ্রম এবং কল্যান মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সে দেশের ১১৫ বছর বয়সী এক নারীর বিশ্বের প্রবীনতম নারী হিসেবে গিনেস বুকে ঠাঁই পাওয়ার কথা রয়েছে। এএফপি।

বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।

সর্বশেষ খবর