বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

কয়লা কেলেঙ্কারি মামলায় স্বস্তি মনমোহনের

কয়লা কেলেঙ্কারি মামলায় স্বস্তি মনমোহনের

কয়লা কেলেঙ্কারি মামলা থেকে আপাতত রেহাই পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফলে কিছুটা হলেও স্বস্তিতে আছেন তিনি।

দেশটির সুপ্রিম কোর্ট আজ বুধবার নিম্ন আদালতের সমনের ওপর স্থগিতাদেশ জারি করে। মামলায় অভিযুক্ত বাকি পাঁচ জনের ওপর জারি করা সমনের ওপরও স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে আপাতত হাজিরা দিতে হবে না মনমোহন  সিংকে।  আগামী ৮ এপ্রিল মনমোহন সিংসহ বাকি পাঁচ অভিযুক্তের হাজিরা দেওয়ার কথা ছিল। কয়লা ব্লক বন্টন সংক্রান্ত মামলায় গত ১১ মার্চ প্রধানমন্ত্রী মনমোহান সিংকে সমন পাঠিয়ে আগামী ৮ এপ্রিল সাবেক এই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় হাজির হওয়ার জন্য তলব করে দিল্লির সিবিআই-এর বিশেষ আদালত। মনমোহন ছাড়াও সাবেক কয়লা সচিব পি.সি.পরেখ, বিশিষ্ট শিল্পপতি তথা হিন্দালকো কোম্পানির প্রধান কুমার মঙ্গলম বিড়লা এবং হিন্দালকোর দুই শীর্ষ কর্মকর্তাকেও সমন পাঠায় আদালত।

মনমোহন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৫ সালে কেন্দ্রীয় কয়লা মন্ত্রালয়ের অতিরিক্ত ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মনমোহন সিং হিন্দালকো কোম্পানিকে নিয়ম বহির্ভুত ও অন্যায়ভাবে ওড়িশ্যার তালাবিরা ২ ও ৩ নম্বর দুটি কয়লাখনির ১৫ শতাংশ হিস্যা বন্টন করে দিয়েছিলেন। এই অপরাধে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, দুর্নীতি এবং বিশ্বাসভঙ্গের দায় আনে সিবিআই। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মনমোহন সিং।

বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।

সর্বশেষ খবর