বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন যুদ্ধ জাহাজ থেকে সোমবার রাজধানী সানার লক্ষ্যবস্তুর ওপর  ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে আঘাত হানা হয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো সানার আনসারুল্লাহ যোদ্ধাদের অস্ত্রভাণ্ডারে আঘাত হানতে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়। খবর রুশ সংবাদ মাধ্যম স্পুটনিকের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো সানার উপকণ্ঠের ফাজ আত্তান ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা করেছিল। এ ঘাঁটিতে হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। মার্কিন যুদ্ধজাহাজ থেকে হামলা চালানোর মধ্য দিয়ে ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে সরাসরি মদদ দিল যুক্তরাষ্ট্র।

বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর