বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে তুমুল বিক্ষোভ

সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে তুমুল বিক্ষোভ

ইয়েমেনে সৌদি আরবের চলমান আগ্রাসনের বিরুদ্ধে আজ দেশটিতে লাখো মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা দেশটিতে সৌদি হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের জোরালো সমর্থন ব্যক্ত করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া জনতা হুথি আন্দোলন আনসারুল্লাহর সমর্থনে শ্লোগান দেয়। একই সঙ্গে তারা সৌদি  আরবের শাসকদের বিরুদ্ধে বজ্রকন্ঠে ধ্বনি তুলেছে। রাজধানী সানার বাব-আল ইয়েমেনসহ তায়াজ, আমান শহরেও বিক্ষোভ হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জড়িত দেশগুলোর পণ্য বর্জনের আহ্বান জানানোর পাশাপাশি বিক্ষোভকারী জনগণ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরবের বিরুদ্ধে  স্লোগান তুলে। ইসরায়েলের মিত্র হিসেবে সৌদি আরব তেল আবিব –ওয়াশিংটনের ষড়যন্ত্রের নিল নকশা বাস্তবায়ন করছে বলেও তারা শ্লোগান দেয়।

সেইসঙ্গে তারা ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নীরবতারও নিন্দা জ্ঞাপন করেছেন তারা।

বিডি-প্রতিদিন/ ১ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর