বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সোনিয়াকে নিয়ে বর্ণবাদী মন্তব্যে বিতর্কের ঝড়

সোনিয়াকে নিয়ে বর্ণবাদী মন্তব্যে বিতর্কের ঝড়

'সোনিয়া গান্ধীর গায়ের রং যদি নাইজেরিয়ানদের মতো হত তাহলে কি কংগ্রেস তাকে নেত্রী হিসেবে মেনে নিত। সোনিয়ার চামড়ার রং সাদা বলেই কংগ্রেস তাকে নেত্রী বলে মেনে নিয়েছে।' এ মন্তব্য করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও 'বিতর্কিত' বিজেপি নেতা গিরিরাজ সিং। বিহারের হাজীপুরে এক সাংবাদিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি প্রশ্ন তুলেছেন, রাজীব গান্ধী কোনো নাইজেরিয়ান মহিলাকে বিয়ে করলে কংগ্রেস কি সেই স্ত্রীকে নেত্রী হিসেবে মেনে নিত? এ মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক গণমাধ্যমে গিরিরাজ সিংকে নিয়ে ব্যাপক সমালোচনা করা হচ্ছে। আর কংগ্রেস বলেছে এটা তার মানসিক অসুস্থতার পরিচয়। বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং হলেন সেই রাজনীতিক, যিনি ভারতে লোকসভা ভোটের আগে মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদির বিরোধীদের সবার পাকিস্তানে চলে যাওয়া উচিত। তবে গিরিরাজ সিং বলেছেন, তার এসব কথাবার্তা 'অফ দ্য রেকর্ড'। তার পরেও উপস্থিত একজন সাংবাদিক নিজের মোবাইল ফোনে তা রেকর্ড করে নেন। পরে গতকাল সেই অডিও ক্লিপিংস সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পরে। গিরিরাজের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে।

নাইজিরীয় দূতের ক্ষোভ : ভারতে নিযুক্ত নাইজেরিয়ার রাষ্ট্রদূত ও বি ওকোঙ্গোর-ও বলেছেন সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির কাছ থেকে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভারত ও নাইজেরিয়ার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে এটা আশা করা যায় না। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

 

সর্বশেষ খবর