শিরোনাম
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেনে কারখানায় সৌদি বিমান হামলা, নিহত ৩৭

ইয়েমেনের হুদাইদা প্রদেশে দুধ প্রক্রিয়াজাতকরণ কারখানায় সৌদি জঙ্গিবিমানের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার রাতে এ হামলা হয়েছে। দেশটির হাসপাতাল সূত্র জানিয়েছে, জঙ্গিবিমানের হামলায় কারখানার একটা বড় অংশ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া এডেন প্রদেশের একটি বিমানবন্দর ও কয়েকটি সামরিক ঘাঁটিতেও বোমা ফেলেছে সৌদি বাহিনী। সৌদি সীমান্তবর্তী হাজ্জা প্রদেশেও বিমান হামলায় ছয়জন নিহত ও চারজন আহত হয়েছে। হামলা হয়েছে 'মাইদি' সমুদ্রবন্দরেও। সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। এতে প্রায় ২০০ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। ইয়েমেনে পদত্যাগী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার অজুহাতে এ হামলা শুরু করেছে সৌদি আরব। যদিও গত জানুয়ারিতে হাদি হুদি গোষ্ঠীর চাপে পদত্যাগ করেন এবং পরে বন্দর-শহর এডেনে পালিয়ে যান। এডেনে গিয়ে তিনি রাষ্ট্রবিরোধী সামরিক তৎপরতা শুরু করেন। এরপর তাকে সহযোগিতা করার অজুহাতে ইয়েমেনের নিরীহ মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়েছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। বিবিসি।

সর্বশেষ খবর