শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইউরোপে যেতে সাগর পাড়ি লাশ হচ্ছে বহু অভিবাসী

ইউরোপে যেতে সাগর পাড়ি লাশ হচ্ছে বহু অভিবাসী

উন্নত জীবনের আশায়, নিজের দেশ ছেড়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছে হাজারো মানুষ। আর এ পথ অবলম্বন করার কারণে অনেক মানুষকে জীবনও দিতে হচ্ছে। আর এ সপ্তাহে একটি নৌকো ডুবে ৪০০ মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সাগর পাড়ি দেওয়া অবৈধ অধিবাসীরা এশিয়া ও আফ্রিকার নাগরিক। সম্প্রতি অবৈধ পথে ইউরোপ যাত্রা করার সময়, ১২ জন খ্রিস্টানকে নৌকার ওপর থেকে পানিতে ফেলে দেওয়ার অভিযোগে ১৫ জন মুসলিমকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। ঘটনার শিকার মানুষেরা আফ্রিকার ঘানা ও নাইজেরিয়ার নাগরিক বলে জানা গেছে। অন্য আরেকটি পথে নৌকা করে সাগর পাড়ি দিয়ে আফ্রিকা থেকে ইউরোপ যাত্রা করার সময় সেই নৌকাটি ডুবে অন্তত ৪০০ জন অভিবাসী ডুবে গেছে বলে জানা গেছে। ইতালি ও লিবিয়ার মাঝামাঝি একটি জায়গায় নৌকাটি ডুবে যায়। এদিকে ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবারে অন্তত ৯০০ মানুষকে তারা উদ্ধার করেছে। বিবিসি

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর