শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মিয়ানমারে সংঘর্ষে ১৬ সেনা নিহত

মিয়ানমার-চীন সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় গোলযোগপূর্ণ এলাকায় কোকাং বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৬ সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। বৃহস্পতিবার মিয়ানমারের গণমাধ্যমের বরাত দিয়ে প্রেস টিভি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শান প্রদেশে কোকাং বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৬ সেনা নিহত হয়েছে। এছাড়া আরও ১১০ সেনা সদস্য ও কর্মকর্তা আহত হয়েছে। ওই অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের পুর্নদখল নিতে গেলে কোকাং বিদ্রোহীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অন্য এক প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি থেকে চলে আসা সংঘর্ষে উভয়পক্ষের উল্লেখযোগ্য সংখ্যক লোক নিহত হয়েছে। এ সংঘর্ষের কারণে ওই এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে চীনের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর