শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সাদ্দামের \\\'ডানহাত\\\' ইজ্জত ইব্রাহীম নিহত

সাদ্দামের \\\'ডানহাত\\\' ইজ্জত ইব্রাহীম নিহত

ইরাকের পলাতক বিদ্রোহী নেতা ও সাদ্দাম হোসেনের 'ডানহাত' ইজ্জত ইব্রাহীম আল দুরি সরকারি সৈন্যদের হামলায় নিহত হয়েছেন। ইরাক সরকার শুক্রবার এ দাবি করেছে। খবর বিবিসির।

ইরাকী কর্তৃপক্ষ বলছে, সালাউদ্দিন প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধকালে নিহত হয়েছেন সাদ্দাম শাসনামলের ভাইস প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহীম।

৭২ বছর বয়সী এ নেতা বিদ্রোহী গোষ্ঠী 'নাকসবন্দী অর্ডার'-এর নেতৃত্ব দিতেন। চরমপন্থী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের নেপথ্য শক্তি এই নাকসবন্দী অর্ডার গোষ্ঠী।

২০০৩ সালে মার্কিন আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকে সাদ্দাম যুগের অবসান হয়। ২০০৬ সালে সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন ইজ্জত ইব্রাহীম। যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসী ছিলেন তিনি।

ইজ্জত ইব্রাহীম ধরা পড়েছেন কিংবা নিহত হয়েছেন— এমন খবর আগেও শোনা গিয়েছিল বেশ কয়েকবার। তবে এবারকার ঘটনা শতভাগ সত্য বলে দাবি করছে ইরাক সরকার।

সালাউদ্দিন প্রদেশের গভর্নর রায়েদ আল জাবুরি বলেছেন, শুক্রবার প্রদেশের পূর্ব তিকরিতে এক অভিযানে সরকারি সৈনিক ও শিয়া যোদ্ধারা ইজ্জতকে হত্যা করেন।

বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর