মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

২০ বছরের স্বৈরশাসন চেয়েছিলেন নেতাজি!

নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বাধীন ভারত সৃষ্টির পর ২০ বছরের স্বৈরশাসন চেয়েছিলেন। নতুন এক তথ্য নিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই প্রতিবেদন ছেপেছে। ভারত স্বাধীন হওয়ার চার বছর আগে ১৯৪৩ সালে সিঙ্গাপুরে এক ভাষণে এই বক্তব্য দেন নেতাজি। সেই ভাষণে তিনি ২০ বছরের জন্য স্বৈরশাসনের কথা উল্লেখ করেছিলেন। তৎকালীন সিঙ্গাপুরের দৈনিক সানডে এঙ্প্রেস (বর্তমানে বিলুপ্ত) পত্রিকায় নেতাজির ভাষণ ছাপা হয়েছিল। পত্রিকায় প্রকাশিত ওই ভাষণে নেতাজি বলেছিলেন, ভারতে ব্রিটিশ শাসনের অবসানের পর দেশটিতে দুই দশকের জন্য স্বৈরশাসন দরকার বলে মত দেন নেতাজি। তার মতে, স্বাধীন ভারতে কোনো সংবিধানই দাঁড়াতে পারবে না। তাই সেখানে স্বৈরশাসনই ভালো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতাজি নাৎসিবাদ (জাতীয়তাবাদী সমাজতন্ত্র) ও সমাজতন্ত্রের দ্বারা প্রভাবিত ছিলেন। ১৯৪৪ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটিতে দেওয়া এক বক্তৃতায় নিজের এ ধারণার কথা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে নেতাজি সশস্ত্র আন্দোলনেরও পক্ষপাতি ছিলেন। এ কারণে মহাত্দা গান্ধী ও পণ্ডিত জওহরলাল নেহেরুসহ বিভিন্ন কংগ্রেস নেতার সঙ্গে তার মতভেদ দেখা দেয়। নেতাজির নিজস্ব চিন্তা-ভাবনা নিয়ে ১৯৩৫ সালে লন্ডন থেকে প্রকাশিত 'ইন্ডিয়ান স্ট্রাগল' (ভারতীয় সংগ্রাম) নামে একটি বই প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, ভারতে ফ্যাসিজম ও কমিউনিজমের সমন্বয়ে একটি রাজনৈতিক পদ্ধতি দরকার। যাকে তিনি সাম্যবাদ নামে অভিহিত করেন। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর