মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সানায় সৌদির বিমান হামলায় নিহত ৪৬

সানায় সৌদির বিমান হামলায় নিহত ৪৬

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সোমবারের ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে আালজাজিরার খবরে বলা হয়েছে। যদিও চীনের বার্তা সংস্থা  সিনহুয়া এ সংখ্যা ৬০ বলে জানিয়েছে।

নিরাপত্তাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আত্তান পাহাড়ে শিয়া হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এক সামরিক ঘাঁটিতে সোমবার সকালে বিমান হামলা চালায় সৌদি-জোট। এতে ৪৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে অনেক হুতি যোদ্ধাও রয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে ইয়েমেনের নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা সিনহুয়াকে জানিয়েছেন, এই হামলায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির ৬০ যোদ্ধা ও সমর্থক নিহত হয়েছেন।

ওই কর্মকর্তা আরো জানান, ইরান সমর্থিত হুতি বাহিনীর আরো ৪৯ জন নতুন এই হামলায় আহত হয়েছেন। তবে বিবিসির খবরে বলা হয়েছে, সৌদি ওই বিমান হামলায় প্রায় তিনশ' জন আহত হয়েছে। যদিও নিরপেক্ষ সূত্র থেকে ওই হতাহতের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। তিন সপ্তাহ ধরে চলমান সৌদি বিমান হামলার মধ্যে সর্বশেষ এই হামলাকেই সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে বিবিসি।

বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর