মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

পদত্যাগপত্র জমা দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রীর

পদত্যাগপত্র জমা দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান-কো পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট পার্ক জেন-হে বর্তমানে পেরুতে রাষ্ট্রীয় সফরে থাকায় তিনি এখনো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। লির পদত্যাগপত্র জমা দেওয়ার খবর পেয়ে বিবৃতি দিয়েছেন সফররত প্রেসিডেন্ট পার্ক। বিবৃতিতে লি'র প্রতি সমবেদনা জানালেও পদত্যাগপত্র গ্রহণের ব্যাপারে কিছু উল্লেখ করেননি তিনি। চার দিনের সফর শেষে দেশে ফিরে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রেসিডেন্ট।

লি'র বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালে নির্বাচনী প্রচারের মাধ্যমে অবৈধভাবে ৩ কোটি ওনের (২৭ হাজার ৭০০ মার্কিন ডলার) ফান্ড গঠনের অভিযোগ রয়েছে। দেশটির আইন অনুযায়ী রাজনীতিকরা ফান্ড হিসেবে সর্বোচ্চ এক কোটি ওন গ্রহণ করতে পারেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন লি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, ওই দুর্নীতির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
চলতি মাসের শুরুতে ওই স্ক্যান্ডালের সঙ্গে জড়িত ব্যবসায়ী সুং ওয়ান-জং আত্মহত্যা করেন। রাজনীতিকদের ঘুষ দেওয়ার অভিযোগে কর্তৃপক্ষ তাকে জেরা করেছিল। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সুংয়ের পকেট থেকে বেশ কয়েকজনের নাম সংবলিত একটি তালিকা পাওয়া গেছে। সেখানে প্রধানমন্ত্রী লি'র নামও রয়েছে। এ ঘটনার পরপরই লি'র পদত্যাগের দাবি তোলে একটি রাজনৈতিক দল।

লি মাত্র কয়েক মাস আগে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। গত বছরের এপ্রিলে এক ফেরিডুবিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনার জেরে পরবর্তীতে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী চুং হং-ওন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান লি। বিবিসি।

বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।

সর্বশেষ খবর