শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভূমিকম্পে ভারতে কমপক্ষে ৫ ব্যক্তির মৃত্যু

ভূমিকম্পে ভারতে কমপক্ষে ৫ ব্যক্তির মৃত্যু

কাঠমান্ডুতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি সড়ক

নেপালে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে ভারতেরও বিভিন্ন অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর ফলে ওইসব অঞ্চলেও ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দেশটির বিহার রাজ্যে ৩ ব্যক্তি ও উত্তরপ্রদেশে আরো ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর ফলে এ ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত মোট ৫ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো কোনো খবরে মৃতের সংখ্যা ৯ বলেও জানানো হয়েছে। তবে এ সংখ্যা আরো অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে ভারত, বাাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অনুভূত ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপালের পোখারা শহরের ৮০ কিলোমিটার পূর্বে। আর এ ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৭.৭ ছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পের ফলে দেশটির রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। শহরটির বেশ কিছু ভবন ধসে পড়েছে বলে খবরে বলা হয়েছে। খবর টাইমস নাউ

বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর