সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

তলিয়ে যেতে পারে কলকাতা

যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে গোটা কলকাতা। তবে কোনো পরমাণু বোমা কিংবা জলোচ্ছ্বাসে নয়। স্রেফ ভূমিকম্পের কারণেই শত বছরের পুরনো এই শহর তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় ভূতাত্তি্বকরা। শনিবারের ভয়ঙ্কর ভূমিকম্পের পর এই আশঙ্কার কথা জানান ভারতীয় গবেষকরা। গত কয়েক বছরে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে। যদিও এই ভূমিকম্পগুলোর প্রত্যেকটিই প্রায় ৪ দশমিক ১ মাত্রার নিচে। বিশেষজ্ঞরা আরও জানান, ২০১৩ সালের ১ জুন যে ভূমিকম্প হয় তাতে স্পষ্ট, বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ মোটেও নিরাপদ নয়। এবিষয়ে ভূতাত্তি্বকরা আগেই সতর্ক করে দিয়েছেন, কলকাতার তলদেশ দিয়ে চলে যাওয়া গ্রাভিটি ফল্ট-ইয়োসিন হিঞ্জে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। তাহলে ভূ-প্রকৃতিই বদলে যাবে কলকাতার। এদিকে শনিবারের পর গতকাল আবারও কেঁপে উঠেছে কলকাতা। আর ঘনঘন এভূমিকম্পের প্রকোপে আতঙ্কে রয়েছে কলকাতাবাসী। গতকাল দুপুর ১২টা ৩৯ মিনিটে প্রায় মিনিটব্যাপী স্থায়ী হয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। নেপালের কোদারি থেকে ১৭ কিলোমিটার দূরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ফের কম্পনের ফলে কলকাতার মেট্রো পরিসেবা বন্ধ হয়ে যায়। এ ছাড়া চিড়িয়ামোড়ের টালা-পলতা পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে।

সর্বশেষ খবর