মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

আইএসে মেয়ে শিশুদের নির্মম পরিণতি

আইএসে মেয়ে শিশুদের নির্মম পরিণতি

আইএসের হাতে আটকে থাকা বিষণ্ন শিশুরা

ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে বন্দী শিশুরা দিনের পর দিন ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ২১৬ জন ইয়াজিদির মধ্যে ছিল এরকম বেশকিছু শিশু। এদের বয়স ৯ বছরের কাছাকাছি। এই শিশুদের কাউকে আবার একাধিকবার বেআইনি গর্ভপাতও ঘটানো হয়েছে। কানাডাভিত্তিক একটি ত্রাণ সংস্থা রবিবার এই খবর প্রকাশ করেছে।

আইএস সদস্যরা গত বছরের আগস্টে ইরাকে প্রায় ৪০ হাজার ইয়াজিদিকে বন্দুকের মুখে জিম্মি করে রাখে। দেশটির সংখ্যালঘু এই সম্প্রদায়কে আইএস শয়তানের উপাসক বলে ঘৃণা করে। এসব বন্দীর মধ্যে নারীদের জোর করে বিয়ে, ধর্ষণ এবং দাসত্বে বাধ্য করা হয়। রহস্যজনক কারণে এ মাসের শুরুতে এদের মধ্যে ২১৬ ইয়াজিদি বন্দীকে মুক্তি দেয় আইএস। নিজ এলাকা কুর্দিস্তানে ফেরা এই বন্দীদের মধ্যে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে রয়েছে অনেক শিশু। যারা ৯ বছর বয়সেও আইএস সদস্যদের হাতে ধর্ষিত হয়ে এখন অন্তঃসত্ত্বা। এএফপি।

 

সর্বশেষ খবর