মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

লিবিয়ায় ৫ সাংবাদিকের শিরশ্ছেদ

লিবিয়ায় ৫ সাংবাদিকের শিরশ্ছেদ

লিবিয়ায় পাঁচ সাংবাদিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। দেশটির বার্কা টিভির প্রতিবেদক ছিলেন ওই ৫ জন। লিবিয়ার এক সেনা কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, গত বছরের আগস্ট মাসে খবর সংগ্রহ করতে গিয়ে তবরুক শহর থেকে ফেরার সময় তারা নিখোঁজ হন। এরপর তাদের বিদ্রোহীদের একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

সোমবার পূর্বাঞ্চলীয় আল বাইদা শহরের পার্বত্যাঞ্চল থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ফজর আল বারাসি নামের ওই সেনা কমান্ডার জানান, সাংবাদিক হত্যার পেছনে ইসলামিক স্টেট তথা আইএস সমর্থিত বিদ্রোহীদের হাত রয়েছে। তবে কখন তাদের হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি বারাসি।

অন্যান্য সাংবাদিকরা জানান, নিহতদের মধ্যে চারজন লিবিয়ার ও একজন মিসরের। ফেডারেলিজম ফর ইস্টার্ন লিবিয়া সমর্থিত বার্কা টিভিতে কাজ করতেন তারা।

বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর