মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নেপালে মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছতে পারে

নেপালে মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছতে পারে

শনিবারের ভয়াবহতম ভূমিকম্পে নেপালে নিহত মানুষের সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সেইসঙ্গে উদ্ধার তৎপরতা অারো জোরদার এবং বর্হিবিশ্ব থেকে তাঁবু ও ওষুধ সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে কৈরালা বলেন, 'উদ্ধার ও ত্রাণ সরবরাহের জন্য সরকার সম্ভাব্য সব কিছু করার চেষ্টা করছে। নেপালের জন্য এটা একটা চ্যালেঞ্জ ও দেশটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।'

শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা যদি সত্যিই ১০ হাজারে পৌঁছায়, তাহলে তা দেশটিতে আঘাত হানা ১৯৩৪ সালের ভূমিকম্পে নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। ওই ভূমিকম্পে দেশটিতে সাড়ে ৮ হাজার লোকের প্রাণহানি হয়েছিল। এখন পর্যন্ত এই সংখ্যাই ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

এদিকে, ২৫ এপ্রিল শনিবারের ৭.৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নেপালে নিহতের সংখ্যা ৪,৩৪৯ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর