সোমবার, ৪ মে, ২০১৫ ০০:০০ টা

লাখভি ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ভারত

লাখভি ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় ভারত

ভারতের মুম্বাই শহরে হামলার ঘটনায় সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারী জাকিউর রহমান লাখভির মুক্তি  ঠেকাতে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত। লাখভির মুক্তি জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে দাবি করেছে নয়াদিল্লি ।
জাতিসংঘ নিষেধাজ্ঞা কমিটির প্রধান জিম ম্যাকলের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি। এতে দাবি করা হয়েছে, জাতিসংঘের ১২৬৭ নম্বর প্রস্তাবের লঙ্ঘন করে লাখভির মুক্তির নির্দেশ দিয়েছে পাকিস্তানি আদালত। ২০০৮ সালে ভারতের মুম্বাই নগরীতে হামলার পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়তার জন্য যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে লাখভি তার অন্যতম। মুম্বাই হামলার সময় লাখভি নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই তাইয়্যেবার অপারেশন বিভাগের প্রধান ছিলেন বলে ধারণা করা হয়। টাইমস অব ইন্ডিয়া

 

সর্বশেষ খবর