সোমবার, ৪ মে, ২০১৫ ০০:০০ টা

বাল্টিমোরে কারফিউ ভেঙে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে শনিবার কারফিউ ভেঙে শত শত মানুষ বিক্ষোভ করেছে। শহরটিতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানান হয়, বাল্টিমোরে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রের মৃত্যুতে ছয় পুলিশ সদস্যকে অভিযুক্ত করার একদিন পরে কারফিউ ভেঙে বিক্ষোভের ঘটনা ঘটল। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গোলযোগপূর্ণ শহরটিতে কয়েক দিন ধরে সান্ধ্যআইন বলবৎ রয়েছে। গত ১২ এপ্রিল আফ্রিকান বংশোদ্ভূত ফ্রেডি গ্রেকে (২৫) গ্রেফতারের পর ভ্যানে টেনে তোলে পুলিশ। তখন ঘাড়ে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এক সপ্তাহ অচেতন থাকার পর গত ১৯ এপ্রিল তার মৃত্যু হয়। গ্রের মৃত্যুর ঘটনার জেরে বাল্টিমোরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাল্টিমোরে হয় সহিংস বিক্ষোভ। বিক্ষোভ মোকাবিলায় মঙ্গলবার শহরটিতে জরুরি অবস্থা এবং এক সপ্তাহের জন্য সান্ধ্যআইন (কারফিউ) জারি করা হয়। এই পদক্ষেপ নেওয়ার পরও শহরটিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকালও সেখানে কারফিউ ভেঙে বিক্ষোভ হয়। বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। এএফপি।

সর্বশেষ খবর