সোমবার, ৪ মে, ২০১৫ ০০:০০ টা

আল কায়দার ভিডিওতে মোদিকে হুঁশিয়ারি

আল কায়দার ভিডিওতে মোদিকে হুঁশিয়ারি

জঙ্গি সংগঠন আল কায়দার ভিডিওয়ে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে হুঁশিয়ারি। আল কায়দা ইন দ্য সাব কন্টিনেন্ট বা একিউআইএস'র প্রধান আসিম উমর ভিডিওতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মোদিকে। উমর ১৯৯০ সাল পর্যন্ত ভারতেই ছিলেন বলে জানা গেছে।

উমরের অভিযোগ, বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফ-এর নীতি, ড্রোন আক্রমণ, শার্লি এবদোর লেখা, জাতিসংঘের সনদ এবং নরেন্দ্র মোদির বিবৃতির মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চলছে বিশ্বের বিভিন্ন জায়গায়। এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় গোয়েন্দাবিভাগ।

এদিকে, বিজ্ঞানমনস্ক লেখক ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, রাজীব হায়দার এবং শরিফুল ইসলাম নামের চার ব্লগারকে হত্যার দায় স্বীকার করেছে একিউআইএস।

গত বছর একিউআইএস গঠনের কথা ঘোষণা করেছিলেন আল কায়দা প্রধান আল জাওয়াহিরি।
 

 

বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর