রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

রামাদি পুনরুদ্ধারে অভিযান শুরু

রামাদি পুনরুদ্ধারে অভিযান শুরু

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি পুনরুদ্ধারে সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়ারা শহরটির কাছে অবস্থান নিয়েছে। গতকাল এ পুনরুদ্ধার অভিযান শুরু হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। আনবার প্রদেশের কাউন্সিল সদস্য আজ্জাল ওবায়েদ জানান, গত সপ্তাহে রামাদি পতনের পর সেখানকার হাব্বানিয়ান বিমান ঘাঁটিতে শত শত যোদ্ধা হাজির হতে শুরু করে। তিনি বলেন, সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়াদের এ সদস্যরা গতকাল খালিদিয়ায় পৌঁছেছে।

তারা সিদ্দিকিয়া ও মাকিব শহরের দিকে অগ্রসর হচ্ছে। এই শহর দুটি রামাদির কাছেই অবস্থিত। এদিকে, আইএস সদস্যরা ফাল্লুজার দিকে অগ্রসর হতে শুরু করেছে বলে জানা গেছে। রাজধানী বাগদাদের নিকটবর্তী থেকে আনবার প্রদেশের আরও এলাকা দখলের উদ্দেশ্য তাদের। বর্তমানে রাজধানী শহর থেকে আইএস জঙ্গিরা ৮০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিবিসি।

 

সর্বশেষ খবর