রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণে রাশিয়ায় কঠোর আইন

বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণে রাশিয়ায় কঠোর আইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি বিতর্কিত আইন অনুমোদন করেছেন যার ফলে সরকার হুমকি মনে করে এমন যেকোনো বিদেশি সংস্থাকে দেশটিতে নিষিদ্ধ করতে পারবে।এর ফলে অনেকেরই অভিযোগ, বিরোধীদের দমন করতে এটি সরকারের আরেকটি হাতিয়ার হয়ে উঠতে যাচ্ছে।

নতুন এ আইনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তার জন্যে হুমকি বা ঝুঁকি হয়ে উঠতে পারে, এমন যেকোনো বিদেশি সংস্থা বন্ধ করে দিতে পারবে সরকার। পাশাপাশি তাদের অর্থদণ্ড বা কারাদণ্ডও দেয়া যাবে। ওই সংস্থার সব সম্পদও বাজেয়াপ্ত করা হবে।

যারা ওইসব সংস্থায় কাজ করবেন তাদের ছয় বছর পর্যন্ত কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে। আইনটির সমর্থকরা বলছেন, এর ফলে রাশিয়ায় বিদেশি হস্তক্ষেপের রাস্তা বন্ধ হবে। তবে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এই কঠোর আইনের ফলে সিভিল সোসাইটিরই গলা বন্ধ করে ধরা হলো। হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, তাদের লক্ষ্য করেই এরকম আইন তৈরি করা হয়েছে।

২০১২ সাল থেকেই রাশিয়ায় রাজনীতির সঙ্গে জড়িত বেসরকারি সংস্থাগুলো নানারকম বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে। বিদেশি সংস্থাগুলোকে রাশিয়ায় বিদেশি প্রতিনিধি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/শরীফ

সর্বশেষ খবর