রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

চীনে বন্যায় ৫৭ জনের প্রাণহানি

চীনে বন্যায় ৫৭ জনের প্রাণহানি

চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭তে দাঁড়িয়েছে। এদের মধ্যে দুজন স্কুলের ছাত্রও রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সম্প্রতি চীনের গুয়াংশি এবং হুনানসহ ছয়টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল বন্যায় আক্রান্ত হয়। বন্যায় এসব অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে সবমিলিয়ে ৫৭ জন প্রাণ হারিয়েছেন। 

এখনো নিখোঁজ রয়েছেন আরো ১৩ জন। গৃহহীন হয়ে পড়েছে আরো  হাজার হাজার মানুষ। এছাড়া বহু বাড়ি-ঘর ধ্বংস এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে বুধবার গুইয়াং শহরের একটি নয়তলা ভবন ধসে পড়লে ১৬ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। 

প্রতি বছরই মৌসুমী বৃষ্টির কারনে বন্যা কবলিত হয় চীনের বিভিন্ন অঞ্চল। এর আগে ১৯৯৮ সালের বন্যাতে প্রায় ৪ হাজার ১শ ৫০ জন মারা গিয়েছিল। 

এদের অধিকাংশই ছিল ইয়াংজে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা। ইয়াংজে নদীতে উপচে পড়া বন্যার পানি তিনটি বাঁধ ধারন করতে পারলেও দেশটির অন্য অংশ বন্যায় কবলিত হয়।

বিডি-প্রতিদিন/ ২৪ মে, ২০১৫/ নাবিল
 

 

সর্বশেষ খবর