সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা
নদীর প্রবাহ বন্ধ

নেপালে ভূমিধসের পর বন্যা সতর্কতা

ভূমিকম্প-বিধ্বস্ত নেপালের পশ্চিমাঞ্চলে এবার ভূমিধসে একটি নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে দেশটিতে ইতিমধ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে সেখান থেকে গতকাল কয়েক হাজার লোক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নদীসংলগ্ন জেলাগুলোর মধ্যে পারবাত, সাইয়ানগজা, গুলমি, পালপা, নাওয়ালপারাসি ও চিতোয়ান উল্লেখযোগ্য। রাজধানী কাঠমান্ডুর ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মাগদি জেলায় কালী গন্ডাকি নদীতে ভূমিধসের কারণে একটি গভীর ও নতুন হ্রদের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ২৫টি ভবন মাটির নিচে দেবে গেছে। তবে ভূমিধসে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সহায়তা করতে সেনাসদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ২৫ এপ্রিল দেশটিতে ভয়াবহ ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে আট হাজারেরও বেশি লোক নিহত হয় ও অসংখ্য লোক আহত হয়। এ ছাড়া ভূমিকম্পের পর দেশটিতে বেশ কয়েকটি ভূমিধস হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর