মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

কোথায় থামবে আইএস

একের পর এক শিরশ্ছেদ হামলা আর শহর দখল চলছেই

আইএসের নির্মমতা আর ভয়াবহতা চলছেই। একের পর এক শিরশ্ছেদ, হামলা আর শহর দখলে ক্রমেই নৃশংস হয়ে উঠছে আইএস। আর এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠাও যেন থামছেই না। এর শেষ কোথায়, কীভাবে তা কেউ জানে না। সম্প্রতি ইরাকের সবচেয়ে বড় প্রদেশ আনবারের রাজধানী রামাদি দখলে নিয়েছে আইএস। অবশ্য রামাদির নিয়ন্ত্রণ ফিরে পেতে নতুন করে ইরাকি বাহিনী অভিযান শুরু করেছে। এদিকে সিরিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের ইরাকি অংশ দখল করেছে আইএস। পুলিশের এক কর্নেল বলেন, ইরাক ও সিরিয়া সীমান্তের আল-ওয়ালিদ সীমান্ত পোস্ট থেকে সেনা সদস্য ও ইরাকি সীমান্ত পুলিশকে প্রত্যাহার করে নেওয়ার পর আইএস জিহাদিরা পোস্টটি দখল করে। এ ছাড়া বিভিন্ন দেশের নাগরিক ও সাংবাদিকদের জিম্মি করে একের পর এক শিরশ্ছেদ ঘটিয়েছে আইএস। এখনো তা চলছে। এমনকি সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, আইএসের বিরুদ্ধে জার্মানির প্রেসিডেন্ট জোয়াচিম গাউককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছেন সুইজারল্যান্ডের কর্মকর্তারা। এক আইএস সদস্য কথিত এই হত্যা ষড়যন্ত্র করেছিল। জার্মান দৈনিক 'বার্লিনার মরগেন পোস্ট' জানিয়েছে, এ হত্যা প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে সন্দেহভাজন ২৭ বছর বয়সী ওসামা এম'র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক এবং বিষাক্ত গ্যাস ব্যবহার করে এ পরিকল্পনা কার্যকর করতে চেয়েছিল ওসামা। আইএসের বিরুদ্ধে বিভিন্ন পশ্চিমা দেশ বিভিন্ন পদক্ষেপের কথা বললেও আর অভিযান চালালেও এর সদস্যরা যেন বেপরোয়া গতিতে ভয়াবহ আকার ধারণ করছে। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে তরুণ-তরুণীও এতে যোগ দিচ্ছেন। যা আতঙ্ককে আরও বাড়িয়ে দিচ্ছে। বিবিসি, এএফপি ও আল জাজিরা।

সর্বশেষ খবর