মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

গরমে ভারতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

ভারতে প্রচণ্ড দাবদাহে এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় অসহনীয় গরমে রবিবার পর্যন্ত এ মানুষ মারা গেছে। গণমাধ্যমের এক খবরে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় উচ্চ তাপমাত্রার ফলে সৃষ্ট দাবদাহ চার দিন ধরে অব্যাহত রয়েছে। শুধু রবিবারই দুই প্রদেশে এতে মারা গেছেন ১৬৫ জন। এই দুই রাজ্যে আরও তিন দিন এ অবস্থা চলবে বলে ভারতের আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে। রবিবার অন্ধ্রপ্রদেশের মাচিলিপাটনাম এবং তুনিতে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর প্রদেশে রবিবার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওড়িশ্যার ৯টি শহরে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপাত্রা রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রদেশের পাঁচমারহিতে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সানস্ট্রোকের উপসর্গ দেখা দেওয়া মাত্রই নিকটের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর