মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

রাশিয়ার সামরিক মহড়া

রাশিয়ার সামরিক মহড়া

চার দিনের বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ২৫০টি যুদ্ধবিমান এবং ১২ হাজার সামরিক সদস্য এই মহড়ায় অংশ নিয়েছে। আর কয়েক মাস পরেই রাশিয়া করবে বিশাল সামরিক মহড়া 'সেন্ট্রার ২০১৫'। সেই মহড়ার প্রস্তুতি হিসেবে চার দিনব্যাপী এই মহড়ার আয়োজন করেছে দেশটি। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধের প্রস্তুতি যাচাই করার জন্য 'ম্যাসিভ সারপ্রাইজ ইন্সপেকশন' শীর্ষক এই মহড়া শুরু করেছে রাশিয়া।

রাশিয়ার মহড়া শুরুর দিনই বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট নর্থ অটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো) ও এর কিছু অংশীদার আর্কটিক প্রশিক্ষণ মহড়া শুরু করেছে।

ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ এবং কয়েকটি পশ্চিমা দেশের আকাশ সীমায় রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশ পশ্চিমাদের উদ্বেগে ফেলে দিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাসের তথ্য অনুযায়ী, বিমান বাহিনী এবং উড্ডয়ন দলের সমন্বয়ে সেনাবাহিনী এই মহড়া করছে। ৭ হাজার যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম অন্তর্ভুক্ত হয়েছে এতে।

রাশিয়া দূরপাল্লায় ক্রুজ মিসাইল দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মহড়া চালাচ্ছে।

বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর