বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

তীব্র দাবদাহে ভারতে মৃতের সংখ্যা ১১ শতাধিক

তীব্র দাবদাহে ভারতে মৃতের সংখ্যা ১১ শতাধিক

তীব্র দাবদাহে ভারতে মৃতের সংখ্যা সাড়ে ১১শ' ছাড়িয়েছে। বর্তমানে উত্তর প্রদেশের কানপুরসহ বেশ কয়েকটি এলাকায় গড়ে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতি আগামী আরও দুই এক দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

তবে রাজধানী নয়াদিল্লীসহ বেশ কয়েকটি এলাকার গতকালের তাপমাত্রা সাড়ে ৪৫ ডিগ্রি থেকে কমে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তীব্র দাবদাহে ভারতের অন্ধ্র প্রদেশে সবচে বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দফতর।

তীব্র গরমে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে বাইরে বের হওয়া দেশটির শ্রমজীবী মানুষেরা। সামান্য স্বস্তির আশায় গাছের ছায়া কিংবা ঠাণ্ডা পানিয়ের দোকানগুলোতে ভিড় করছেন সবাই। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীদের ভিড়।

বিডি-প্রতিদিন/ ২৭ মে ১৫/ সালাহ উদ্দীন  
 
 

সর্বশেষ খবর