বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

গাজায় ইসরায়েলের বিমান হামলা

গাজায় ইসরায়েলের বিমান হামলা

অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনী আজ বুধবার কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামিক জ্বিহাদ জানায়, ইসরায়েলে কোনো রকেট আক্রমণ না চালানো সত্ত্বেও এ সব বিমান হামলা চালানো হয়।

গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নুসেরিয়াত শরণার্থী শিবির, দক্ষিণে রাফা এবং খান ইউনুসে আজ ভোরে হামলা করে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো। এ ছাড়া, বেইত লাহিয়া শহরে অন্তত তিন দফা বিমান হামলা হয়েছে।

হামাস এবং ইসলামিক জ্বিহাদ গতকাল দেয়া বিবৃতিতে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার চালানোর কথা অস্বীকার করেছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পাঁচটি রকেট হামলা করেছে বলে ইসরায়েলি সংবাদ প্রকাশিত হওয়ার পরই এ বিবৃতি দেয়া হয়।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, অন্তত একটি রকেট জান ইয়াভেন শহরে আঘাত হেনেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৫/শরীফ

সর্বশেষ খবর