বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা
মার্কিন সেনাবাহিনীর ভুলে

অ্যানথ্রাক্সের জীবন্ত নমুনা গবেষণাগারে!

অ্যানথ্রাক্সের জীবন্ত নমুনা গবেষণাগারে!

সেনাবাহিনী ভুল করে অ্যানথ্রাক্সের জীবন্ত নমুনা দেশটির নয়টি গবেষণাগার ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা ক্যাম্পের একটি গবেষণাগারে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা। তারা বলছেন, গবেষণার জন্য ব্যবহৃত এই নমুনা অকার্যকর থাকার কথা ছিল। তবে এতে গবেষণাগারের কোনো কর্মীর অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেনি।

এদিকে, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে।
 

 

বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর