শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

দাবদাহে হাঁসফাঁস ভারত

মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

দাবদাহে হাঁসফাঁস ভারত

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ভারতের অনেক এলাকা। যার জেরে কাহিল গোটা দেশ। আর প্রবল দাবদাহে শুধু তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। তাপ কবে কমবে, তার জবাব দিতে পারছে না দেশটির আবহাওয়া দফতর। তবে কয়েকদিনের মধ্যে বৃষ্টি নামতে পারে বলে বলা হচ্ছে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে অন্তত ১৪১২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মঙ্গল ও বুধবারেই তেলঙ্গানা এবং অন্ধ্রে মারা গেছেন ৭৪ ও ১৬৮ জন। এই দুই রাজ্যে কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপর থাকছে। হায়দ্রাবাদের আবহাওয়া দফতরের পরিচালক ওয়াই কে রেড্ডি জানিয়েছেন, আগামী দুদিন তাপপ্রবাহ চলবে। এরপর বৃষ্টি নামতে পারে। অন্ধ্র-তেলঙ্গানাই নয়, দেশের অনেক এলাকায় প্রচণ্ড গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। শুধু তাই নয়, মানুষের পাশাপাশি পশু-পাখিও অঘরে মারা যাচ্ছে। সড়কের পাশে মরে পড়ে থাকছে কাক, শালিক, ময়ূরের মতো পাখি। এদিকে আবহাওয়ার এই বিরূপ অবস্থায় উড়িষ্যা, ঝাড়খন্ড-অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় 'রেড বক্স' জারি করা হয়েছে। তাপপ্রবাহে হিটস্ট্রোক, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হওয়ার আশঙ্কা। তাই 'রেড বক্স' জারি হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

 

সর্বশেষ খবর