শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

প্রাচীন মানুষের \\\'নতুন প্রজাতি\\\'

প্রাচীন মানুষের \\\'নতুন প্রজাতি\\\'

প্রায় ৩৫ লাখ বছর আগের একদল আদিম মানুষের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইথিওপিয়ার আফার অঞ্চলে আন্তর্জাতিক গবেষকদের একটি দল আদিম সেই মানুষের চোয়ালের একটি হাড় এবং দাঁত খুঁজে পেয়েছে। ধারণা করা হচ্ছে, মানুষের সবচাইতে পরিচিত পূর্বপুরুষ বলে খ্যাত লুসি যখন বেঁচে ছিল সেই একই সময়ে একই এলাকাতেই আদিম মানবের আলাদা এই প্রজাতিটিরও অস্তিত্ব ছিল। বিবিসি জানায়, নতুন এই আবিষ্কারের ফলে এটা স্পষ্ট আধুনিক মানুষের প্রাচীন অবস্থা যতটা সহজ মনে করা হয়েছিল তার চাইতে অনেক বেশি জটিল।

'৪ লাখ ৩০ হাজার বছর' আগের খুলি : সম্প্রতি ৪ লাখ ৩০ হাজার বছর আগের মানবখুলি আবিষ্কারের দাবি করেছে বিজ্ঞানীরা। একটি আন্তর্জাতিক গবেষক দল উত্তর স্পেনের সিমা দে লস হুসোস প্রত্নতাত্তি্বক এলাকায় অনুসন্ধান চালিয়ে বেশকিছু মাথার খুলির সন্ধান পেয়েছে। ভূপৃষ্ঠের গভীরে প্রাচীন গুহা থেকে এগুলো উদ্ধার করা হয়। যেখানে অন্তত ২৮ জনের দেহের হাড়গোরেরও অংশ পাওয়া গেছে। প্লেস ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে কুয়াম বলেন, পাওয়া খুলি ও হাড় পরীক্ষা করে দেখা গেছে, এগুলোর মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, হত্যার পর দেহগুলো এখানে আনা হয়। একজন মারা যাওয়ার পর অন্যরা তার দেহ বহন করে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। গবেষকদের দাবি, দেহাবশেষগুলো প্রমাণ করে ওই সময়ও অন্ত্যেষ্টিক্রিয়া প্রথা চালু ছিল। বিবিসি

 

সর্বশেষ খবর