শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

সৌদিতে ফের আত্মঘাতী হামলা

সাতজন নিহত, দায় স্বীকার আইএসের

সৌদিতে ফের আত্মঘাতী হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে এক শিয়া মসজিদের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের শিয়া মসজিদকে কেন্দ্র করে এটি দ্বিতীয় আত্মঘাতী হামলার ঘটনা। হামলার শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।

জানা যায়, সৌদির পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের এক শিয়া মসজিদের কাছে এ গাড়িবোমা বিস্ফোরিত হয়। ওই মসজিদে গড়ে দেড়শ মানুষ নামাজ পড়ে থাকেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগধর্মী অন্তর্জালে ছড়িয়ে পড়েছে ছবিগুলো। দেখা যাচ্ছে মসজিদের বারান্দায়, প্রাঙ্গণে পড়ে আছে রক্তাক্ত মানুষ, কাচের টুকরো। স্থানীয়দের দেওয়া তথ্য বিশ্লেষণে সৌদি প্রশাসন আশঙ্কা করেছে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে। জানা যায়, সৌদি আরবে শিয়াদের বসবাস মূলত পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর কাতিফ, আল-আহসা প্রভৃতি অঞ্চলকে ঘিরে। আর এ অঞ্চলগুলোই দীর্ঘদিন ধরে সরকারবিরোধী অংশ হিসেবে চিহ্নিত। এদিকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর দাম্মামে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবারের জুমার নামাজ চলাকালে এ হামলা হয়। এ ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই হামলার দায় স্বীকার করে নেয় ইসলামিক স্টেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জঙ্গি সংগঠনটির একটি পেইজে পোস্ট করে বলা হয়, খেলাফতের সৈনিক আবু জান্দাল আল-জাজরাউই নিজেকে উড়িয়ে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। পোস্টে সুনি্ন মুসলিমদের প্রতি আরব্য ভূমি পবিত্র করার প্রতি আহ্বান জানায় জঙ্গি সংগঠনটি। এর আগে গত শুক্রবার (২২ মে) সৌদি আরবের পূর্বাঞ্চলে কাতিফ প্রদেশের আল কিদাহ গ্রামে ইমাম আলী মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও অন্তত ৭০ জন। পরে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে নেয়। আল জাজিরা, সিএনএন।

 

সর্বশেষ খবর