শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

শপথ নিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি **

সাবেক সেনা শাসক মুহাম্মাদু বুহারি গতকাল নাইজেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। ২৮ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ী হয় বুহারির দল।

নাইজেরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটে নির্বাচিত হলেন বুহারি (৭২)। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া একই সঙ্গে সবচেয়ে শক্তিশালী ও তেল উৎপাদনকারী দেশ। বুহারি এমন সময় দায়িত্ব নিলেন যখন দেশটির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অনুপ্রবেশ ঘটেছে। দুর্নীতি মুক্তির ঘোষণা দিয়েই ভোটারদের মনজয়ে সক্ষম হয়েছিলেন তিনি। বুহারির শপথগ্রহণ অনুষ্ঠানে আফ্রিকার ৩০টি দেশের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেনন্ট জ্যাকব জুমা, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস উপস্থিত ছিলেন। আল জাজিরা।

সর্বশেষ খবর