শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

কবুতর যখন গুপ্তচর

কবুতর যখন গুপ্তচর

ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করায় 'সন্দেহভাজন গুপ্তচর' হিসেবে একটি কবুতরকে আটক করেছে ভারতের নিরাপত্তা সদস্যরা। বৃহস্পতিবার কবুতরটিকে আটক করা হয় বলে গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়। কবুতরটি সীমান্ত অতিক্রম করে ভারতের পাঠানকোট এলাকায় গেলে 'সন্দেহভাজন গুপ্তচর' হিসেবে একে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সিলকরা একটি বার্তা ও তারের মতো একটা বস্তু নিয়ে কবুতরটি পাঠানকোটের মানওয়ালি গ্রামে একটি ইট-কাদা নির্মিত বাড়িতে নামে। গ্রামটি ভারত-পাকিস্তান সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, কবুতরের সঙ্গে থাকা বার্তাটির একটা অংশ উর্দুতে লেখা। ওই বার্তায় একটি টেলিফোন নম্বর পাওয়া গেছে।

 

সর্বশেষ খবর