বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

থামছেই না আইএসের নৃশংসতা

দুই নারীর শিরশ্ছেদ ইয়েমেনে হামলায় নিহত ২৮

থামছেই না আইএসের নৃশংসতা

অপ্রতিরোধ্য আইএস। একের পর এক নৃশংসতা করেই চলছে এই জঙ্গি সংগঠনটি। প্রথমবারের মতো তাদের হাতে সিরিয়ায় দুই বেসামরিক নারীর শিরশ্ছেদ করেছে। গতকাল সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এর প্রতিষ্ঠাতা রামি আবদুল রহমান এ খবর জানিয়েছেন। চলতি সপ্তাহে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দির আল জোর প্রদেশে এসব শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দিল আল জোর শহরে শিরশ্ছেদ করা নারীর সঙ্গে তার স্বামীরও শিরশ্ছেদ করা হয়েছে। অপরদিকে আল মায়াদিন শহরেও একই সঙ্গে স্বামী-স্ত্রীর শিরশ্ছেদ করা হয়েছে। উভয় দম্পতিকেই জাদুটোনা করার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রহমান। এ পর্যন্ত বিদেশি শত্রুসেনা, ত্রাণকর্মী ও সাংবাদিকসহ স্থানীয় অনেক পুরুষের শিরশ্ছেদ করেছে আইএস। তাদের প্রবর্তিত কঠোর শরিয়া আইন লঙ্ঘনের দায়ে স্থানীয় অনেক মানুষের শিরশ্ছেদ করেছে গোষ্ঠীটি। এদিকে ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছেন আইএসের একজন শীর্ষ নেতা। তার নাম আবদুল্লাহ মোহাম্মদ আল-হারুন। নিরাপত্তা বাহিনীর অভিযানের কমান্ডার জেনারেল এ কথা জানান। মসুলের পূর্বাঞ্চলে আল-হারুনকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় জোট বাহিনী। ওই হামলায় হারুন নিহত হন। তিনি 'মোহাম্মদ বাকাই' নামেও পরিচিত। আল হারুন আইএসের একজন গুরুত্বপূর্ণ নেতা। উল্লেখ্য, মার্কিন জোট বাহিনী আইএসের অবস্থান লক্ষ্য করে মসুলের ভিতরে এবং বাইরে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন নারীও রয়েছেন। সোমবার মধ্যরাতে সানার একটি সামরিক হাসপাতালে গাড়ি বোমার মাধ্যমে এ হামলা চালানো হয়। দেশটির অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণকারী শিয়া হুতি বিদ্রোহীদের নেত্বত্বদানকারী দুই ভাই এ হামলার প্রাথমিক লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় হাসপাতালটিতে হুতি বিদ্রোহী নেতা ফয়সাল ও হামিদ জায়াচের পরিবার তাদের এক আত্দীয়ের মৃত্যুতে সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই হুতি বিদ্রোহীরা ওই এলাকার চারপাশে চলাচল বন্ধ করে দেয়। এক অনলাইন বার্তায় হামলার দায় স্বীকার করেছে আইএস। বিবিসি।

 

 

সর্বশেষ খবর